ওটিপি শেয়ার না করেও অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ টাকা গায়েব
বর্তমান | ২৮ জুন ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: দুই লক্ষ টাকা লোন! জানেন না গ্রাহক। ওটিপি শেয়ার না করেও লোনের টাকা গায়েব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। গঙ্গারামপুরের বঙ্কিম বর্মন এমনই সাইবার প্রতারণার শিকার হয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন। বছর পঁয়ত্রিশের বঙ্কিম পেশায় একজন বেসরকারি সংস্থার মার্কেটিং ম্যানেজার। তাঁর অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট শহরের একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায়। বৃহস্পতিবার অভিযোগকারীর মোবাইলে মেসেজ আসে যে, তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে লোন হিসেবে দুই লক্ষ ২০ হাজার টাকা জমা হয়েছে। তার কিছুক্ষণ পরেই মোবাইলে ওটিপি আসতে থাকে। ওটিপি কারও কাছে শেয়ার না করে ওই ব্যাঙ্কের গঙ্গারামপুর শাখার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বঙ্কিম।ব্যাঙ্কে অভিযোগ জানাতেই দুই লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। বৃহস্পতিবার বঙ্কিম ব্যাঙ্কের বালুরঘাট শাখায় যোগাযোগ করেন। এবং অভিযোগ জানান। বালুরঘাট সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানিয়েছেন বঙ্কিম। ওটিপি শেয়ার না করেও কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে? অবাক অভিযোগকারী। গ্রাহকের সম্মতি ছাড়াই কী করে লোন হয়ে যাচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।ব্যাপারটি জানাজানি হতেই শোরগোল পড়েছে গঙ্গারামপুরে। অভিযোগকারী বঙ্কিম বলেন, ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য ফোন আসে। কিন্তু আমার প্রয়োজন নেই বলে জানিয়ে দিই। বৃহস্পতিবার দেখি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই লক্ষ ২০ হাজার টাকা ঢোকে। কিছুক্ষণ বাদে অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ টাকা গায়েবও হয়ে যায়। ব্যাঙ্কে অভিযোগ করেছি। সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানানো হয়েছে। এবিষয়ে বালুরঘাট সাইবার থানার আইসি সৌরভ ঘোষ বলেন, ওটিপি শেয়ার না করেও অ্যাকাউন্ট থেকে টাকা হাপিস হতে পারে। ফোনে আসা লিঙ্কে একবার ক্লিক করলেই পুরো ফোন ক্লোন হয়ে যেতে পারে। এর মাধ্যমে প্রতারকরা সহজেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।