বালুরঘাট থেকে ১১ ঘণ্টা দেরিতে ছাড়ল দিল্লিগামী বাথিন্দা এক্সপ্রেস
বর্তমান | ২৮ জুন ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: ট্রেন ছাড়ার সময় বিকেল ৫টা। কিন্তু বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি, রাত্রি থেকে গভীর রাত পেরিয়ে অবশেষে ভোর ৪টায় ট্রেন ছাড়ল। বালুরঘাট থেকে দিল্লিগামী বালুরঘাট-বাথিন্দা তথা ফরাক্কা এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে ছাড়ল। বৃহস্পতিবার বিকেলের ট্রেন শুক্রবার ভোর ৪টায় ছাড়ায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ দেখা দেয়। দূরপাল্লার ওই ট্রেন যাত্রার শুরুতেই এমন ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা।
রেল সূত্রে খবর, ট্রেনের পাঁচটি কোচ বিকল হয়ে যায়। ফলে কাটিহার থেকে নতুন পাঁচটি কোচ আনা হয়। এরপর ট্রেনটি চালু করা হয়। ফলে ১১ ঘণ্টা লেগে যায়। অভিযোগ, ট্রেনটির কোচ বা কামরাগুলি মাঝেমধ্যেই বিকল হয়ে যায়। ফলে মাঝেমধ্যেই দেরিতে ছাড়ে ওই ট্রেন। তবে এবার রেকর্ড ভেঙে ১১ ঘণ্টা দেরিতে ছাড়ল দিল্লিগামী বাথিন্দা এক্সপ্রেস। এবিষয়ে বালুরঘাট রেল স্টেশনের এক আধিকারিক বলেন, ট্রেনের পাঁচটি কোচ একসঙ্গে বিকল হয়ে যায়। কাটিহার থেকে কোচ আনার পরেই ট্রেনটি রওনা হয়।
ক্ষুব্ধ এক যাত্রী শুভজিৎ সরকার বলেন, শুনেছি ট্রেনটি মাঝেমধ্যেই দেরিতে ছাড়ে। আমার দিল্লিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন একদিন দেরিতে দিল্লিতে পৌঁছব।
বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, শুরুতেই ট্রেনটির সময় ঠিক থাকছে না। ফলে যাত্রীরা হয়রানির মুখে পড়ছেন। গতকাল ১১ ঘণ্টা দেরিতে ছেড়েছে। কোথাও হয়ত এত দেরি হয় না। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, যান্ত্রিক সমস্যা হতেই পারে।
তবে কেন বারবার ট্রেনটিতে সমস্যা হচ্ছে, সেই বিষয় নিয়ে আমি রেলের সঙ্গে কথা বলব।
রেল সূত্রের খবর, দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস লোকসভা ভোটের আগে বালুরঘাট থেকে চালু হয়। ওই ট্রেনটি প্রতিদিন বিকেল ৫টায় বালুরঘাট রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে। প্রত্যেকদিন সকাল ৯টা ১৫ মিনিটে ট্রেনটি বালুরঘাট রেলস্টেশনে পৌঁছয়। অভিযোগ, ফেরার সময় কোনওদিন নির্দিষ্ট হয় না।
এমনকী যাত্রা শুরুর সময়ও নির্দিষ্ট হচ্ছে না। ফলে যাত্রীদের নির্দিষ্ট সময়ে এসেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ফলে ব্যাপক হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।