রথযাত্রায় ভিন্ন সাজে তুমুল ব্যস্ততা তৃণমূল ও বিজেপি নেতা-কর্মীদের
বর্তমান | ২৮ জুন ২০২৫
সংবাদদাতা মালদহ: রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি মেতে উঠলেন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও। বিশেষ করে মালদহের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নেতাকর্মীদের রথ নিয়ে ব্যস্ততা ছিল তুঙ্গে। তাঁদের পোশাকেও এদিন ছিল লক্ষ্যণীয় বৈচিত্র্য। আমজনতার সামনে নিজেদের জগন্নাথদেবের প্রতি ভক্তির প্রমাণ করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়ে দুই দলের জেলা নেতৃত্ব। অন্যদিকে, রথযাত্রা উপলক্ষ্যে মালদহের আমজনতার হেঁসেলেও ছিল নিরামিষের আধিক্য। খিচূড়ি পাঁচমিশালি তরকারি সরবরাহ করতে হিমশিম খেয়েছে হোম ডেলিভারি সংস্থাগুলি। রথের মেলায় বেস্ট সেলার ছিল পাঁপড় ভাজা এবং জিলিপি। পাশাপাশি ব্যাপক চাহিদা ছিল গজার। শুক্রবার সকাল থেকেই মালদহ শহরের পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় রথযাত্রার প্রস্তুতি। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এদিন ইসকন সহ একাধিক রথযাত্রায় অংশগ্রহণ করেন ধবধবে সাদা পোশাকে। গলায় ছিল জগন্নাথদেবের প্রতিকৃতি খচিত হলুদ উত্তরীয়। কৃষ্ণেন্দুবাবু বলেন, আমি চিরদিনই রথযাত্রায় আন্তরিকতার সঙ্গে শামিল হই। রথের দিন আমি সাত্ত্বিক আহার গ্রহণ করি। জগন্নাথদেবের রথযাত্রা আমাদের সকলের কাছেই একটা আবেগ। জেলা যুব তৃণমূলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রসেনজিৎ দাসও এদিন সাদা পোশাকে রথযাত্রায় অংশ নেন। গলায় জগন্নাথদেবের ছবি সম্বলিত উত্তরীয় ছাড়াও তাঁর মাথায় ছিল বাসন্তী রঙের পাগড়ি। রথযাত্রার আগে আগে ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখা যায় তাঁকে। রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নুর তাঁর সমাজমাধ্যম থেকে রথযাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করেন সকলকে। অন্যদিকে মালদহ উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার দুই বিজেপি সভাপতি যথাক্রমে প্রতাপ সিংহ ও অজয় গঙ্গোপাধ্যায় সহ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা কেউ ধুতি পাঞ্জাবি পরে আবার কেউ খালি পায়ে রথের দড়িতে টান দেন। অনেক বিজেপি কর্মীর কপালেই এদিন দেখা গিয়েছে মঙ্গল তিলক। তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে রথযাত্রায় অংশ নেওয়া ভক্তবৃন্দের মধ্যে শরবত ও মিষ্টি বিলি করতেও দেখা গিয়েছে।অন্যদিকে, এদিন রথযাত্রা উপলক্ষ্যে অনেক হোম ডেলিভারি সংস্থার মেনুতে ছিল সম্পূর্ণ নিরামিষ বিশেষ পদ। মেনুতে ছিল ভুনা খিচুড়ি, লাবড়া, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড় ও গজা। রথের মেলায় এদিন দেদার বিক্রি হয়েছে ডাল ও সাবুর পাঁপড়। তারই সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হয়েছে আড়াই প্যাঁচের জিলিপি এবং গোলাপজাম। সব মিলিয়ে রথযাত্রার দিন রাজনৈতিক নেতা-নেত্রীর কর্মসূচির মতো বদল দেখা গিয়েছে মানুষের রসনাতেও।