মঙ্গল ঘোষ, মালদহ: মালদহের ইংলিশবাজার শহরের শান্তি ভারতী পরিষদের দুর্গাপুজোর এবারের থিম ভৈরব অর্থাৎ শিবলোক। ওই ভৈরবলোকে অ্যাধ্যত্মিক পরিবেশ গড়ে তুলে স্বয়ং মহাদেবের মহিমা প্রচার করা হবে। শিব ঠাকুরের বাসস্থান কাশী বিশ্বনাথ, কেদারনাথ, অমরনাথ, কৈলাস পর্বত সহ দেশের বিভিন্ন ধাম সংমিশ্রণ করে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হবে। শুক্রবার সকালে রথযাত্রার দিনে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যদিয়ে ক্লাব প্রাঙ্গণে খুঁটিপুজো হল। এদিনের খুঁটিপুজোয় মহিলা ঢাকিরা বেশ নজর কাড়েন। তাঁদের ঢাক বাজানো দেখতে ক্লাব প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে। ঢাকের তালে প্রাক পুজোর শুরুতেই ক্লাব সদস্যরা আনন্দে মেতে উঠেন। ওই মহিলা ঢাকিদের টিম কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, মালদহ জেলায় একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো হয়। তার মধ্যে শান্তি ভারতী পরিষদ অন্যতম। ফি বছর থিম এবং আলোকসজ্জা নজর কাড়ে। প্রচুর দর্শনার্থীর আগমন হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার ৬৩তম বর্ষে ভৈরবলোক থিমের সঙ্গে সাবেকি প্রতিমা থাকবে। শহরের ৪২০ মোড় থেকে বাঁশবাড়ি মোড় পর্যন্ত আলোকসজ্জায় মুড়িয়ে দেওয়া হবে। কুমোরটুলি থেকে মণ্ডপে প্রতিমা আনার দিন বিশেষ অনুষ্ঠান এবং উদ্বোধনে একাধিক চমক থাকবে। শান্তি ভারতী পরিষদের পুজো কমিটির সভাপতি গোপাল শিকদার বলেন, আমাদের এবার পুজোর ৬৩তম বছর। পুজোয় ভৈরব অর্থাৎ শিবলোক থিম করা হবে। ওই থিমের মাধ্যমে অসাধারণ পুজো মণ্ডপ তৈরি করে জেলাবাসীকে উপহার দিতে চলেছে আমাদের ক্লাব। এদিন খুঁটিপুজো উপলক্ষ্যে সাদা পায়রা এবং বেলুন উড়ানো হয়। পায়রা উড়ানোর উদ্দেশ্য বিশ্বেযুদ্ধের পরিস্থিতি চলছে, আমরা শান্তি এবং সম্প্রীতির বার্তা দিলাম। আরও এক সদস্য রাজা সাহা বলেন, প্রতিমা সাবেকি হবে। বাঁশবাড়ি জুড়ে আলোকসজ্জা থাকবে। এদিন থেকে আমাদের পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হল। নিজস্ব চিত্র