নিজস্ব প্রতিনিধি, তমলুক ও মেদিনীপুর: শুক্রবার দুই মেদিনীপুর জেলায় সাড়ম্বরে রথযাত্রা উৎসব পালিত হল। এদিন তমলুকে মহাপ্রভু মন্দিরের রথযাত্রা ঘিরে প্রচুর ভক্তের সমাগম হয়। শহর পরিক্রমা করে ওই জগন্নাথ প্রভু রাজবাড়িতে পৌঁছে গিয়েছেন। এই উপলক্ষ্যে এই প্রথম রাজবাড়ি ময়দানে মেলা বসেছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়। তমলুক শহরে নামহট্ট ভক্তবৃন্দের পরিচালনায় রথযাত্রায় অনেকেই অংশ নেন। শহরের মানিকতলা থেকে নিমতলা মোড় হয়ে নারায়ণপুর পর্যন্ত রথটানা হয়। বিধায়ক সৌমেন মহাপাত্র, পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় সহ একঝাঁক কাউন্সিলার উপস্থিত ছিলেন। মেচেদায় ইস্কনের রথযাত্রায় ঘিরেও প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল। এছাড়াও মহিষাদল, তমলুকের রাধামণি, পাঁশকুড়ার বাহারগ্রাম, শহিদ মাতঙ্গিনী ব্লকের ডিমারিতে রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল নামে।
এদিন রথ যাত্রায় মেতে ওঠে পশ্চিম মেদিনীপুরের মানুষও। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া সহ জন প্রতিনিধিরা। একইসঙ্গে মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাচক এলাকায় রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন সাংসদ। পাশাপাশি মেদিনীপুর শহরের ইস্কন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, আশ্রমের তরফেও রথ যাত্রার আয়োজন করা হয়। জানা গিয়েছে, গড়বেতা-১ ব্লকের কৃষ্ণনগর এলাকার রাধা-কৃষ্ণের মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে সুবিশাল রথযাত্রার আয়োজন করা হয়। সেই রথযাত্রায় এবছর মানুষের সমাগম ছিল নজরকাড়া। এছাড়া শালবনী, কেশপুরের বিভিন্ন এলাকায় কচিকাঁচারা ছোট ছোট রথযাত্রায় শামিল হয়। খড়্গপুর মহকুমায় খড়্গপুর শহর ছাড়াও বেলদা, দাঁতন, কেশিয়াড়ি, মোহনপুর সহ বিস্তীর্ণ এলাকায় জমে উঠল রথযাত্রা। এদিন ঘাটাল শহর ছাড়াও দাসপুর-২ ব্লকের খানজাপুর, ভূতা, দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া, চন্দ্রকোণা শহর, রামজীবনপুর সহ বিভিন্ন এলাকায় রথযাত্রায় শামিল হন বিপুল পরিমাণে মানুষ। এদিন সাংসদ জুন মালিয়া বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের আবেগ দেখে আমি মুগ্ধ।