সংবাদদাতা, ঘাটাল: এবার পুজোয় ঘাটাল শহরের ১৭নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামবাসীবৃন্দের সর্বজনীন দুর্গাপুজো কমিটি নজর কাড়তে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী টানতে এবার তারা ৭২ফুট উঁচু দুর্গাপ্রতিমা তৈরি করতে উদ্যোগী হয়েছে। রথযাত্রার দিন ঢাক, কাঁসর ও শঙ্খধ্বনির সঙ্গে ধুমধাম করে সেই দুর্গোৎসবের খুঁটিপুজো হল। ঘাটাল পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুজো কমিটির সদস্য রাজন কুলভি বলেন, মহালয়ার দিন থেকেই মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এবার আমাদের দুর্গাপুজো দেখতে শুধু ঘাটাল শহর ও তার আশপাশের এলাকা নয়, সারা রাজ্য থেকে মানুষ আসবেন।\পুজো কমিটির সম্পাদক রাজকুমার দাস ও সহকারী হিসাবরক্ষক প্রভাত মান্না বলেন, খুঁটিপুজো ঘিরে এদিন পুরো এলাকায় উৎসবের আমেজ ছিল। সকাল থেকে ঢাকের বাদ্যি, আলপনা, পুজোর উপাচার সাজানোর কাজ চলে। এলাকার চেনা মুখগুলিতে এখন হাসির ঝিলিক। এলাকার সবাই অধীর আগ্রহে পুজোর জন্য অপেক্ষা করছেন।-নিজস্ব চিত্র