• অগ্নিমিত্রার নামে কুকথা বিজেপিরই রাজ্য নেতার, সুকান্তকে অভিযোগ
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের শিল্পাঞ্চলে প্রকাশ্যে এল বিজেপির কদর্য গোষ্ঠীকোন্দল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা দলের মহিলা বিধায়কের নামে কুকথা বলার অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ জমা পড়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মুজমদারের কাছে। সেই অভিযোগপত্রটি  সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ায় গোটা বিষয়টি প্রকাশ্যে চলে আসে। তাতেই তোলপা‌ড় পড়ে গোটা শিল্পাঞ্চলে। চরম বিড়ম্বনায় পড়ে গেরুয়া শিবিরও। যদিও ভাইরাল হওয়া ওই অভিযোগ পত্রের সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। জানা গিয়েছে, সুকান্তবাবুর কাছে যে অভিযোগপত্রটি জমা পড়েছে তাতে অভিযোগকারী হিসেবে নাম রয়েছে বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা পুরুলিয়া বিভাগের কনভেনর সৈকত হাজরার। যিনি অগ্নিমিত্রা পলের অনুগামী বলেই শিল্পাঞ্চলে পরিচিত। অভিযোগ পত্রে তিনি নিশানা করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে। সৈকতের অভিযোগ, দলের এক নেত্রীর বিরুদ্ধে কুকথা প্রয়োগ করেছেন কৃষ্ণেন্দুবাবু। যদিও অভিযোগপত্রটি প্রকাশ্যে চলে আসার পর বিষয়টি অস্বীকার করেছেন সৈকত। তিনি বলেন, ‘কেউ আমার সই নকল করেছে।’ কৃষেন্দুবাবু বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ। সৈকত এ ধরনের কাজ করবে বলে আমার মনে হয় না।’ যাকে নিয়ে এত শোরগোল সেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, ‘এনিয়ে আমি কোনও মন্তব্য করব না।’ ২০২১ সাল। রাজ্যে বিধানসভা ভোট। উত্তাল বাংলার রাজনীতি। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নামজাদা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলকে প্রার্থী করে চমক দিল বিজেপি। তাঁর বিরুদ্ধে তৃণমূল বাজি ধরে  সায়নী ঘোষকে। শুরু হয় তারকা-যুদ্ধ। অন্যদিকে, আসানসোল উত্তর বিধানসভা আসনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মলয় ঘটকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে। অগ্নিমিত্রা জয়লাভ করলেও পরাজিত হন কৃষ্ণেন্দু। তবে, শীর্ষ নেতৃত্বের আশীর্বাদে কৃষ্ণেন্দুবাবু হয়ে ওঠেন রাজ্য নেতা। অগ্নিমিত্রাও হন রাজ্য সাধারণ সম্পাদক। দু’জনের রাজনীতির ভিত্তি আসানসোল হলেও সম্পর্ক ছিল অম্ল-মধুর। তাঁদের অনুগামীরাও সমদূরত্ব বজায় রেখে চলেন। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, বিজেপির প্রকৃত স্বরূপ রাজ্য‌বাসী জেনে গিয়েছে। তাদের বাংলা শাসন করার স্বপ্ন কোনও দিন পূরণ হবে না। 
  • Link to this news (বর্তমান)