১৪ কোটি টাকা ব্যয়ে রাস্তা সম্প্রসারণের সূচনা দুর্গাপুরে
বর্তমান | ২৮ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নবরূপে সেজে উঠছে দুর্গাপুরের রাস্তা। শুধু রাস্তা সংস্কারই নয়, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের কাজের হাত দিয়েছে এডিডিএ। দুই লেনের রাস্তাগুলি চার লেনের হচ্ছে। রাস্তার মাঝে দেওয়া হচ্ছে ডিভাইডার। থাকছে আলোর ব্যবস্থা। সিটি সেন্টার, গান্ধী মোড় থেকে বিধাননগর দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রাস্তার সংস্কারে এলাকার মানুষের স্বস্তি ফিরেছে। শুক্রবারও দুই বড় প্রকল্পের শিল্যানাস হয়। শিলান্যাস করেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। কবি দত্ত, প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডলও। প্রদীপ মজুমদার বলেন, এডিডিএ উন্নয়নমূলক কাজে জোয়ার এনেছে দুর্গাপুরে। শহরের মানুষ তাঁদের এই কাজ মনে রাখবেন।এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় মানুষের দীর্ঘদিনের দাবি গুলি মেটাতে পেরে ভালো লাগছে। এডিডিএর এই উন্নয়ন কর্মযজ্ঞর সুফল ভোট বাক্সে টানতে মরিয়া শাসক শিবির। যদিও বিজেপি একে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, ১৪ বছর একটা দল রাজ্যের ক্ষমতায় আছে। দুর্গাপুরে একটাও শিল্প এনেছে? ভোটের আগে রাস্তা সম্প্রসারণ করে মানুষের মন জেতা যাবে না।দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ড। সেখান থেকে একটি রাস্তা সৃজনী হল, দুর্গাপুর সিনেমা হল হয়ে কবিগুরু জংশনে উঠেছে। অভিজাত এলাকা দিয়ে যাওয়া এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত। বহু গাড়ি, বাইক, যাতায়াত করে। সেই গুরুত্বপূর্ণ আম্বেদকর সরণিই চার লেনের হবে। শুধু রাস্তা সম্প্রসারণই নয়, রাস্তার পাশে পার্কিংয়ের জায়গায়, সার্ভিস রোডও বানানো হবে। প্রাথমিক ভাবে সাত কোটি ৬৭ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এদিন দ্বিতীয় শিলান্যাস অনুষ্ঠান হয় দুর্গাপুরের বিধাননগরে। সেখানে বেসরকারি হাসপাতাল থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ইমনকল্যাণ সরণিতে। এই রাস্তাটিও চার লেনের করা হবে। -নিজস্ব চিত্র