নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শুক্রবার নৈশপ্রহরীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানিগঞ্জ থানার আমরাসোতা ফাঁড়ির বাঁশড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পরাণ গোপ(৪৩) বাড়ি রানিগঞ্জের এগারা পঞ্চায়েতের কাঁকরডাঙা গ্রামে। তিনি আমরাসোতা ফাঁড়ি এলাকার বাঁশড়া মোড়ে একটি বেসরকারি হাসপাতালের নৈশপ্রহরী ছিলেন।অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও তিনি ডিউটি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। শুক্রবার ভোরে হাসপাতাল কর্তৃপক্ষ পরাণবাবুর বাড়িতে তাঁর মৃত্যুর খবর জানায়। তা শুনে ঘটনাস্থলে আসেন মৃতের আত্মীয় পরিজনরা। তাঁদের অভিযোগ, পরাণবাবুকে খুন করা হয়েছে। একটি ঝুপড়ি ঘরে সরু দড়িতে ঝুলছিল তাঁর দেহ। দেহে ক্ষতচিহ্নও রয়েছে। আত্মীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব নিতে অস্বীকার করছে। তারা বলছে পরাণবাবু ঠিকাদার সংস্থার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন। মৃতের আত্মীয় সন্দীপ গোপ বলেন, পরাণবাবুকে খুন করা হয়েছে। আমরা থানায় অভিযোগ করব। রানিগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।