• পরকীয়ায় জড়িয়ে স্বামীকে ইলেকট্রিক শক দিয়ে খুন, ধৃত স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: স্ত্রীর পরকীয়ায় প্রতিবাদ করার প্রাণ গেল স্বামীর!  স্বামীকে ইলেকট্রিক শক দিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী ও তার মা-বাবার বিরুদ্ধে। গত ২৪ জুন ঘটনাটি ঘটেছে গাংনাপুর থানা এলাকার কামারগড়িয়া অঞ্চলে। যদিও খুনের অভিযোগ দায়ের হয় বৃহস্পতিবার রাতে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে গাংনাপুর থানার পুলিস।  

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আবুল কালাম মণ্ডল(৪০)। বছর দশেক আগে গাংনাপুর এলাকার বাসিন্দা রেশমা মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। সম্প্রতি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাদের বৈবাহিক সম্পর্কে চিড় ধরে। গত ২৪ জুন ভোরে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় আবুল কালাম সাহেবকে। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  স্থানীয় বাসিন্দা এবং পরিবারের দাবি, ওই যুবককে ইলেকট্রিক শক দিয়ে খুন করেছে তাঁর স্ত্রী, শ্বশুর আছের আলি মণ্ডল এবং শাশুড়ি মর্জিনা বিবি মণ্ডল। মৃতের পরিবারের দাবি, বিগত কয়েক বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল রেশমাবিবি। তা নিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন চলছিল। তাঁদের অনুমান, সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের ‘পথের কাঁটা’ সরাতেই খুন করা হয়েছে আবুল কালাম সাহেবকে। শুধু তাই নয়, মৃতের পরিবারের আরও দাবি, স্বামীকে খুনের কাজে রেশমাকে সহযোগিতা করে থাকতে পারে তার প্রেমিকও। ফলে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও ঘটনার প্রায় দুই দিন পর বৃহস্পতিবার গাংনাপুর থানায় মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করেছেন তদন্তকারীরা। এরপরই পুলিস মৃতের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। পুলিস দেহটি ময়নাতদন্তের পাঠায়। প্রতিবেশী এক যুবক বলেন, ওইদিন বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় আবুল কালাম সাহেবকে। আমাদের অনুমান স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁকে খুন করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)