• কালীগঞ্জে তমান্নার মৃত্যুতে অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার ৯টি তাজা বোমা, ধৃত আরও ১
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জে তল্লাশি অভিযানে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিস। এমনই এক বোমা উপনির্বাচনের ফল ঘোষণার দিন প্রাণ কেড়েছিল ফুটফুটে তমান্না খাতুনের। তাৎপর্যপূর্ণভাবে বোমাগুলি উদ্ধার হয়েছে বোমাবাজির ঘটনায় ধৃত দুই অভিযুক্ত আনোয়ার শেখ ও আদর আলি শেখের বাড়ি থেকে। শুক্রবার রাতের খবর, বোমাবাজিতে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। তার নাম নবাব শেখ। আজ, শনিবার তাকে আদালতে তুলে পুলিস হেফাজতে নেওয়ার কথা।

    পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দু’জনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মোট ন’টি তাজা বোমা মিলেছে। সেগুলির মধ্যে দু’টি সকেট। সাতটি পেটো বা দেশি। শুক্রবার সকালে সেগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াডের লোকেরা। এদিকে, কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমা বিস্ফোরণ ও তমান্নার মৃত্যুর ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিস। বোমাবাজিতে মদতদাতা হিসেবে নাম উঠে আসছে তৃণমূলের বুথ স্তরের এক নেতা ও তাঁর ছেলের। দু’জনেই এলাকাছাড়া। তাঁদের জালে তুলতে তৎপর পুলিস। তদন্ত-তল্লাশির মধ্যে এদিন আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় তমান্নার মা সাবিনা ইয়াসমিনের। বেরিয়ে তিনি বলেন, ‘বিচারকের কাছে এসেছিলাম আমার মেয়ের মৃত্যুর বিচার চাইতে।’এদিনই আবার তমান্নার পরিবারের সঙ্গে দেখা করতে এসে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের দুষ্কৃতীরা পুরো ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলেন তিনি। কৃষ্ণনগর পুলিস জেলার এসপি অমরনাথ কে বলেন, ‘জোরকদমে তদন্ত চলছে। পাঁচজন ধরা পড়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি।’‌

    রাজনৈতিক হিংসা, প্রতিহিংসায় দীর্ঘদিন ধরেই জর্জরিত মোলান্দি। যুযুধান সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ লেগেই থাকে প্রায়শই। তারই রেশ এসে পড়ে উপনির্বাচনের ফল ঘোষণার দিন। অভিযোগ, সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল। তাতেই প্রাণ হারায় তমান্না। পরিবারের তরফে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাদের মধ্যে আনোয়ার শেখ, মানোয়ার শেখ, আদর আলি শেখ ও কালু শেখকে গ্রেপ্তার করেছে পুলিস।  আদালতে গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে আসছেন তমান্নার বাবা-মা। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)