নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহারের নালন্দায় এক ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় শনিবার পার্ক স্ট্রিট থানার সহযোগিতায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বিহার পুলিস। ধৃতদের নাম, মহম্মদ রাজা, মহম্মদ ইমরান, মহম্মদ ঔরঙ্গজেব ও মহম্মদ দানিশ।পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুন বিহারের নালন্দায় চার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় নির্মাণ ব্যবসায়ী তথা স্থানীয় সমাজসেবী রাজি আহমেদ খানের (৪৫)। তদন্তে নেমে বিহার পুলিস জানতে পারে আততায়ীরা শহর কলকাতার পার্কস্ট্রিট এলাকায় গা ঢাকা দিয়েছে। এরপর পার্কস্ট্রিট থানায় এসে তদন্তে সহযোগিতা চায় বিহার পুলিস।জানা গিয়েছে, বিহার পুলিসের দেওয়া একটি ফোন নম্বরের উপর ভিত্তি করে আততায়ীদের খোঁজ শুরু হয়। সেই ফোন নম্বর ব্যবহারকারীর ঠিকানা ভুয়ো বলে জানা যায়। এরপর প্রযুক্তিগত সহায়তা নিয়ে পার্কস্ট্রিট থানার পুলিসের সঙ্গে পেমেন্টাল স্ট্রিটে অভিযান চালিয়ে মহম্মদ আলম নামের একজনকে আটক করে বিহার পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে নরেন্দ্রপুর থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়।