নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০১১ সালের ৩০ জানুয়ারি কামারহাটিতে বি টি রোডের ধারে এক রেস্তরাঁয় স্ত্রী মধুমালাকে নিয়ে ডিনার করতে গিয়েছিলেন রীতেশ সাউ। রাত ১০টার সময় ডিনার সেরে বেরিয়ে স্ত্রীর মুখে গুলি করে রীতেশ। প্রথমে মধুমালাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘ চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রীতেশকে। দীর্ঘ ১৪ বছর ধরে বিচার চলার পর শুক্রবার বারাকপুরের ফাস্ট ট্রাক কোর্ট রীতেশ সাউকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন সরকারি আইনজীবী শান্তনু চক্রবর্তী একথা জানান।
তিনি বলেন, যে রিভলবার দিয়ে গুলি করা হয়েছে, সেটি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে পাওয়া গুলির খোল পরীক্ষা করে দেখা গিয়েছে, মধুমালাদেবীর মুখে লাগা গুলির সঙ্গে তা মিলে যাচ্ছে। এতে রীতেশ সাউয়ের ভূমিকা পরিষ্কার হয়ে যায়। ওই দম্পতির মধ্যে বনিবনা ছিল না। স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতেই ওই পরিকল্পনা করেছিল রীতেশ। কিন্তু বরাত জোরে স্ত্রী বেঁচে যান। বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন সাজা ঘোষণা হল।