নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রথযাত্রার দিনে চিৎপুরে বিভিন্ন অপেরার গদিতে শতাধিক যাত্রাপালার বুকিং হয়ে গেল। এই বুকিংয়ে সন্তোষ প্রকাশ করেছেন অপেরার কর্তারা। এর পাশাপাশি এদিন বাগবাজার যাত্রামঞ্চে (ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চ) সরকারি উদ্যোগে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য জানান, যাত্রার পোস্টার উদ্ধোধন, স্মরণিকা প্রকাশ, যাত্রশিল্পীদের দ্বারা থিম সঙ উপস্থাপন, বুকিং স্টলের উদ্বোধন জগন্নাথদেবের বিশেষ পুজো‑পাঠ প্রভৃতি অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন যাত্রা জগতের একাধিক প্রবীণ‑নবীন ব্যক্তিত্ব। ছিলেন কলকাতা পুরসভার দুই কাউন্সিলার বাপি ঘোষ ও বিজয় উপাধ্যায়। যাত্রা সম্মেলনের অন্যতম কর্তা তাপসকুমার দাস জানান, গত বছরে সর্বাধিক রজনী অভিনীত হয়েছে, এরকম পরপর তিনটি যাত্রাদলকে বিশেষ স্মারক দিয়ে সন্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে দুই বিশিষ্ট লেখক ও নাট্য ব্যক্তিত্ব রঞ্জিত চট্টোপাধ্যায় ও সম্রাট মুখোপাধ্যায় বলেন, ‘এই শিল্পে আজ জোয়ার এসেছে। ৫০০ বছরেরও বেশি প্রাচীন এই যাত্রাশিল্প। এখনও এর প্রতি মানুষের ভালোবাসা তারিফ করার মতো।’ কলিকাতা যাত্রা কর্মী ইউনিয়নের সম্পাদক হারাধন রায় বলেন, ‘এই শিল্পের অগ্রগতির ফলে এর সঙ্গে যুক্ত কলাকুশলীরা সকলেই উপকৃত হচ্ছেন। এটাই বড় প্রাপ্তি।’ সমাপ্তি ভাষণ দেন রাজ্য যাত্রা অ্যাকাডেমির সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায়।-নিজস্ব চিত্র