• বেআইনি কল সেন্টারে হানা, গ্রেপ্তার ৫
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের পার্ক লেনে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার করল লালবাজার। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মাঝরাতে কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দারা ২২ নম্বর পার্ক লেনে হানা দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হল, আশুতোষ রায়, মহম্মদ সারফরাজ, আকিল আহমেদ, নওয়াজ হুসেন এবং মহম্মদ রাশিদ হুসেন। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন, ধৃত পাঁচজন ছাড়াও ঘটনাস্থলে কয়েক জন ছিল। তারা পালিয়েছে। ধৃতরা মূলত ভয়েস ওভার ইন্টারনেট কলের মাধ্যমে মার্কিন নাগরিকদের নামী সংস্থার অ্যান্টি ভাইরাস বিক্রির টোপ দিয়ে প্রতারণার মাধ্যমে ডলার আদায় করত। ধৃতদের কাছ থেকে গোয়েন্দারা ৪টি ল্যাপটপ, ৫টি মোবাইল, ২টি রাউটার, একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। শুক্রবার দুপুরে ধৃত পাঁচজনকে ৭ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)