সংবাদদাতা, তারকেশ্বর: বৃহস্পতিবার ফুরফুরায় মাওলানা আবু বকর মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। খুব শীঘ্র ১০০ শয্যার হাসপাতাল চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব । হাসপাতাল পরিদর্শনে সঙ্গে ছিলেন পীরজাদা কাশেম সিদ্দিকী, পীরজাদা সাফেরি সিদ্দিকী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাস্থ্যসচিব বলেন, খুব দ্রুত সাধারণ মানুষের জন্য এই হাসপাতাল চালু করা হবে। ফুরফুরা গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়।