সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই কাজে আমতা ২ ব্লকে কোথায় কী সমস্যা হচ্ছে, তা জানতে বৃহস্পতিবার দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। এই বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার পার্থসারথি হালদার, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রশাসন সূত্রে খবর, আমতা ২ ব্লকে ২৩টি জলপ্রকল্প আছে। এর মধ্যে ২০টির কাজ শেষ। ২টি জলপ্রকল্পের কাজ চলছে। আর একটি ছোট প্রকল্পের কাজ শুরু হবে। এদিনের এই বৈঠকে ব্লকের কোথাও পানীয় জলের সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখা হয়। সমস্যা সমাধানের পথ এবং বাকি এলাকায় কীভাবে দ্রুত জল পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক সুকান্ত পাল জানান, আমতা ২ ব্লকের ৯০ শতাংশ বাড়িত জল পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, যেসব জায়গায় প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেখানে আর কোনও বাড়িতে সংযোগ দেওয়া বাকি আছে কি না, তার খোঁজ নিচ্ছি আমরা। এছাড়া এখন যেসব বাড়িতে সংযোগ দিয়েছি, সেখানে জল পৌঁছচ্ছে কি না, সেটা মনিটরিং উপর জোর দিচ্ছি।