নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকো থানা এলাকায় এক হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনায় ৬০ দিনের মাথায় চার্জশিট দিল পুলিস। শুক্রবার ব্যাঙ্কশালে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে একজনকে ‘ফেরার’ দেখিয়ে বাকি চার অভিযুক্তের বিরুদ্ধে ওই চার্জশিট দেওয়া হয়। সংশ্লিষ্ট হোটেলের দ্বিতীয় তলে কিছু দাহ্যবস্তু ছিল। হোটেল সংস্কারের কাজে যুক্ত কিছু শ্রমিক রাঁধতেন সেখানে। তাঁদের স্টোভ থেকে আগুন লাগে বলে চার্জশিটে পুলিস উল্লেখ করেছে। চার্জশিটে পুলিসের আরও অভিযোগ, পুরো ঘটনায় গাফিলতির বিষয়টি স্পষ্ট। হোটেলে যে ১৪ জন ছিলেন তাঁদের মৃত্যু ওই অগ্নিকাণ্ডেই ঘটেছে। আদালত সূত্রের খবর, ‘ফেরার’ অভিযুক্ত ধরা পড়লে তার বিরুদ্ধে দেওয়া হবে সাপ্লিমেন্টোরি চার্জশিট। তবে ইতিমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত।
সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি জানান, ১ জুলাই অভিযুক্ত আকাশ চাওলা, গৌরব কাপুর, খুরশিদ আলম ও শেখ সাগির আলি চার্জশিটের কপি পাবে। ওইদিন এই মামলাটি স্থানান্তরিত হবে তৃতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে। ইতিমধ্যেই অভিযুক্তরা একাধিকবার জামিনের আর্জি জানিয়েছে। কিন্তু তা নাকচ হয়েছে। সরকারি কৌঁসুলি এদিন জানান, সরকার পক্ষের লক্ষ্য হল দ্রুত চার্জ গঠনসহ বিচার প্রক্রিয়া শুরু করা।