নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন বাদে ফের শুরু হচ্ছে মেডিক্যাল টেকনোলজিস্টদের (ল্যাবরেটরি) ৬৩৩টি শূন্যপদের জন্য ইন্টারভিউ। ৭-১১ এবং ১৪-১৮ জুলাই এই ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউয়ে অংশ নেওয়ার কথা প্রায় ১৮০০ চাকরিপ্রার্থীর। স্বাস্থ্যদপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, ল্যাব টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসে। কিন্তু মামলার কারণে ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। বোর্ডের এক আধিকারিক জানান, আটটি মামলার ফলাফল জানা গিয়েছে। আদালত ইন্টারভিউ নেওয়ার অনুমতি দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, ইন্টারভিউ নেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৮৯ জনের ইন্টারভিউ হবে। সেই দিনক্ষণও পরে জানিয়ে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম রাজ্য সভাপতি সমিত মণ্ডল বলেন, সরকারের সদিচ্ছা ছিল। মামলার কারণেই ওই নিয়োগ স্থগিত হয়ে যায়। ফের তা শুরু হচ্ছে।