• কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির পরিচালন সংস্থার সার্ভারে সাইবার হামলা
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির পরিচালন সংস্থার সার্ভারে সাইবার হানা হয়েছে। প্রতারকরা ‘র‌্যানসম’ চাইছে। বহু শিক্ষার্থীর নথি ফাঁস হয়ে গিয়েছে। কারণ, তাঁদের ই-মেল করে প্রতারকরা তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলছে। বিষয়টি নিয়ে ওই সংস্থা বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। তার ভিত্তিতে তদন্ত ৎশুরু করেছে পুলিস। এই ঘটনায় ভর্তির প্রক্রিয়া কিছুটা বিঘ্নিত হয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রথমবার সার্ভার হ্যাক হয় ১৫ জুন রাত থেকে ১৬ জুনের মধ্যে। তারপরও হানা হয়েছে। হ্যাকাররা কলকাতার একটি কলেজে ভর্তি-সম্পর্কিত ডেটাবেসে প্রবেশ করে জাল ই-মেইল পাঠায়। সেখানে আবেদনকারীদের ভুয়ো পেমেন্টের নির্দেশ দেওয়া হয়। বেশ কয়েকজন শিক্ষার্থী সেই ভুয়ো অ্যাকাউন্টে ভর্তির ফি পাঠিয়ে প্রতারিত হন। তবে সংশ্লিষ্ট কলেজ উদ্যোগ নিয়ে বিষয়টি শিক্ষার্থীদের জানায়। জানা গিয়েছে, সার্ভারে এই হামলার ফলে একাধিক কলেজের ভর্তি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেটাবেস ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সেইসঙ্গে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা সার্ভার, সন্দেহজনক আইপি অ্যাড্রেস এবং ই-মেইলের সূত্র বিশ্লেষণ করছেন।
  • Link to this news (বর্তমান)