নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ির ধাক্কায় হাওড়া ব্রিজে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হল। বয়স আনুমানিক ৬০। হাওড়া ব্রিজের ২৩ নম্বর পিলারের কাছে শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমেছে পুলিস।