কলকাতার দুর্গাপুর সেতু শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৫২ ঘণ্টা বন্ধ থাকবে এই সেতু। কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) জানিয়েছে, সেতুর লোড টেস্ট বা ভারবহন ক্ষমতার পরীক্ষা করা হবে। সেই কারণেই এই সেতু বন্ধ রাখা হবে। নিউ আলিপুর এবং চেতলাকে যুক্ত করেছে দুর্গাপুর সেতু। এই সেতুটি ডিরোজিও সেতু নামেও পরিচিত।
সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে এই সেতু বন্ধ থাকার কারণে কলকাতার যান চলাচলে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরমুখী যানবাহনগুলিকে নিউ আলিপুর ট্র্যাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়াও দক্ষিণমুখী গাড়িগুলিকে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোডের ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। দুর্গাপুর সেতু বেহালার জন্য একটি প্রধান বিকল্প রুট হিসেবে কাজ করে। যার জেরে এই সেতু বন্ধ থাকায় বেশি ভোগান্তির আশঙ্কা বেহালার বাসিন্দাদের।
২০২৪ সালের ডিসেম্বরে এই সেতুর নিচের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে সেতুর নিচের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগুনের তাপে কংক্রিটের আর্দ্রতা শুকিয়ে গিয়ে প্রায় ভঙ্গুর হয়ে পড়েছিল। তার পর থেকেই এই সেতুতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ বার লোড টেস্টের মাধ্যমে KMDA দেখতে চাইছে সেতুটি বর্তমানে কতটা ভার বহন করতে সক্ষম।
সাউথওয়েস্ট ট্র্যাফিক গার্ডের এক কর্তা বলেন, ‘দুর্গাপুর সেতু বন্ধ থাকলেও, মাঝেরহাট সেতুতে যান চলাচল করবে। তবে ধনধান্য সেতু এবং জিরাট সেতু দিয়েও যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়াও টালিগঞ্জ সার্কুলার রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে যানজট সামাল দেওয়ার জন্য।’