• Breaking News Live: শনিবার রাত থেকে শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, কবে স্বাভাবিক পরিষেবা?
    এই সময় | ২৮ জুন ২০২৫
  • মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্য সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নিখোঁজ বহু। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন একাধিক এলাকা। প্রাকৃতির দুর্যোগের ফলে এ রাজ্যে ২৯.১৬ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

    শিয়ালদহ থেকে দমদম জংশন পর্যন্ত অংশে ৩ ও ২৭ নম্বর ব্রিজে গার্ডার বদলের কাজের জন্যে আজ, শনিবার রাত ১০টা ১৫ থেকে শুরু করে রবিবার সকাল ৮টা ১৫ পর্যন্ত দশ ঘণ্টা পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এই কারণে আজ, শনিবার রাতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৩৬টি এবং রবিবার সকালে আপ ও ডাউন মিলিয়ে ৩৮টি, অর্থাৎ মোট ৭৪টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এ ছাড়াও এই দশ ঘণ্টায় আপ ও ডাউন মিলিয়ে ডিভিশনের মোট ন'টি লোকাল গন্তব্যের আগেই যাত্রা শেষ করবে (শর্ট টার্মিনেশন) বলে জানিয়েছে পূর্ব রেল।

    বিস্তারিত

    কলকাতার দুর্গাপুর সেতু শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৫২ ঘণ্টা বন্ধ থাকবে। কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) জানিয়েছে, সেতুর লোড টেস্ট বা ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে। সেই কারণেই এই সেতু বন্ধ রাখা হবে। দুর্গাপুর সেতু নিউ আলিপুর এবং চেতলাকে যুক্ত করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুটি ডিরোজিও সেতু নামেও পরিচিত।

    শুক্রবার প্রয়াত হয়েছেন অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মুম্বই পুলিশ জানিয়েছে, আন্ধেরিতে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। পুলিশ রাত ১টায় এ বিষয়ে খবর পায়। ইতিমধ্যেই শেফালির দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হলো? তা এখনও অজানা। 

    নিম্নচাপের জেরে শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ দিন উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    কসবার আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার আপডেটের দিকে থাকবে নজর। 

  • Link to this news (এই সময়)