• ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত বাংলার ৩ পরিযায়ী শ্রমিক, বিমানে নিয়ে আসা হবে দেহ ...
    আজকাল | ২৮ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার তিন পরিযায়ী শ্রমিকের।  মৃতরা আলিম শেখ (৩০), রবিউল ইসলাম (২১) এবং রবিউল শেখ (১৯) বলে জানা গিয়েছে। ইদের ছুটি কাটিয়ে ফের তাঁরা কাজের জন্য ফিরে গিয়েছিলেন কেরালায়। সেখানেই এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা। 

    জানা গিয়েছে, শুক্রবার কেরালায় কোডাকরায় একটি ভবন ধসে পড়ে। যেখানে বেশ কয়েকবছর ধরে এই পরিযায়ী শ্রমিকরা ভাড়া থাকতেন। ঘটনার সময় ভবনটিতে ১২ জনের মতো শ্রমিক ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ত্রিশূড় জেলার কালেক্টর অর্জুন পান্ডিয়ান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া তিনজনের মৃত্যু হয়েছে। 

    ঘটনার কথা জানার পর এই তিন শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়ক। এদিন নিহতদের বাড়ি যান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার ও বিডিও সুকান্ত শিকদার। দু'জনেই মৃতের পরিজনদের জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে। বিধায়ক জানান, বিমানে করে দেহ তিনটি প্রথমে কলকাতা বিমানবন্দরে এবং এরপর অ্যাম্বুল্যান্সে নিয়ে এসে দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)