নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল থেকেই শহরের আকাশ রয়েছে মেঘলা। দিনভর অবস্থা এমনই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বেশ কয়েকবার হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। গতকাল, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৯.৩ ডিগ্রি ও ২৬.৫ ডিগ্রি।শনিবার সকাল ৬:৩০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১৫.৫ মিলিমিটার। আর্দ্রতার মাত্রা শুক্রবার ছিল অত্যন্ত বেশি। দিনের সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ রেকর্ড হয়েছে, যার ফলে ভ্যাপসা অস্বস্তি আরও বেড়েছে।