সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহ ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। তার জেরে শনি ও রবিবার শিয়ালদহ-দমদম শাখায় বাতিল মোট ২৭ টি ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, আজ অর্থাৎ ২৮ জুন রাত সওয়া ১০ টা নাগাদ শুরু হবে কাজ। চলবে পরেরদিন সকাল ৮ টা পর্যন্ত। ফলে এই ১০ ঘণ্টা বিঘ্নিত হবে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ, ও মেন লাইনের ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, শনিবার রাতে বাতিল ১৪টি ট্রেন। রবিবার চলবে না ১৩ টি ট্রেন। এছাড়া বেশ কিছু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগে চালানো হবে স্পেশাল ট্রেনও।