• ৬ মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! হাড়হিম কাণ্ড কল্যাণীতে
    প্রতিদিন | ২৮ জুন ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: ৬ মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! হাড়হিম কাণ্ড নদিয়ার কল্যাণীতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই নৃশংসতা? জানতে শুরু হয়েছে তদন্ত।

    জানা গিয়েছে, নদিয়ার কল্যাণী থানার সগুনা তেলিগাছার বাসিন্দা ওই বধূর নাম রূপা ঘোষ। তার স্বামী সোমনাথ ঘোষ। পেশায় জলের ব্যবসায়ী। বছর তিনেক আগে সোমানাথের সঙ্গে বিয়ে হয় রূপার। এটা মহিলার দ্বিতীয় বিবাহ। তবে এই সংসারও খুব একটা সুখের ছিল না। অশান্তি লেগেই থাকে দম্পতির মধ্যে। এরই মাঝে শুক্রবার রাতে হঠাৎ করে ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে সকলকে জানায় মা রূপা। এরপর খোঁজাখুঁজি শুরু করা হয়। খবর দেওয়া হয় থানায়।

    খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রূপাকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ দানা বাঁধে তাঁদের মনে। বধূকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় রূপা। এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় শিশুর দেহ। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু কেন এই খুন? তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)