• কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় পুলিশের জালে অন্যতম ২ অভিযুক্ত
    প্রতিদিন | ২৮ জুন ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় পুলিশের জালে আরও ২ জন। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে বিমল শেখ ও জামির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, এফআইআরে নাম ছিল ধৃতদের।  

    গত ২৩ জুন, সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। তার পরপরই দুপুর নাগাদ মোলান্দি গ্রামে বোমা ফেটে বছর তেরোর নাবালিকার মৃত্যুর খবর মেলে। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী নিজে এক্স হ্যান্ডলে পোস্ট করে দুঃখপ্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। তাঁর নির্দেশের ২৪ ঘণ্টা আগেই বোমাবাজির ঘটনা জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। একে একে আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে গ্রেপ্তার করা হল আরও ২ জনকে। 

    প্রসঙ্গত, কালীগঞ্জের ঘটনার পরই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পৌঁছে যান মোলান্দি গ্রামে নিহত নাবালিকার বাড়িতে। নিহতের মা মেয়ের সুবিচারের দাবি জানিয়েছেন বিধায়কের কাছে। বিধায়ক একটি খাম দিতে চান তাঁকে। তা প্রত্যাখ্যান করে মহিলা জানান, অর্থের প্রয়োজন নেই, তাঁরা চান মেয়ের মৃত্যুর সুবিচার। এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় হুমায়ুন কবীরকে। এই খবর দলের কাছে পৌঁছতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠান তাঁকে। 
  • Link to this news (প্রতিদিন)