আসানসোলে কয়লা খাদানে ধস, রাতের অন্ধকারে অবৈধ খনিতে নেমে মৃত্যু দুই যুবকের!
আনন্দবাজার | ২৮ জুন ২০২৫
কুলটির পরে আসানসোল। আসানসোলের জামুরিয়ায় অবৈধ খাদানে কয়লা কাটতে গিয়ে আটকে পড়লেন দুই যুবক। খনিতে আচমকা ধস নামায় বিপত্তি। স্থানীয়দের অভিযোগ, দুই যুবকের মৃত্যু হয়েছে। কোনও সাড়াশব্দ মেলেনি। পুলিশ বা প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। খাদান কর্তৃপক্ষও কোনও পদক্ষেপ করেনি। এই নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শনিবার আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত নর্থ শিয়ারসোল কয়লা খনি সংলগ্ন এলাকায় এই ঘটনা হয়েছে।
জামুরিয়া শিল্প তালুকের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে চার জন কয়লা কাটতে গিয়েছিলেন। দু’জন ভিতরে চাপা পড়ে রয়েছে। বাসিন্দাদের দাবি, পুলিশ এবং প্রশাসনকে জানানো হয়েছে, কোলিয়ারি কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়েছে। কিন্তু ওই দু’জনকে উদ্ধার করার কোনও চেষ্টা করা হয়নি। তাঁরা বেঁচে রয়েছেন কি না, জানা যায়নি। যে দু’জন খনিতে আটকে রয়েছেন, তাঁদের নাম রবি কর্মকার এবং সঞ্জীব বাউরি। তাঁরা স্থানীয় হিজল গড়া পঞ্চায়েতের অন্তর্গত বারুল গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, পেটের জ্বালায় জামুরিয়া শিল্প-তালুকের এই যুবকেরা সারা রাত ধরে অবৈধ খনিতে কয়লা কাটার কাজ করেন। ৪০০ টাকার বিনিময়ে এই কাজে রাজি হন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সজল মাঝি ওরফে গোষ্ঠ নামে এক ব্যক্তি ওই এলাকায় অবৈধ ভাবে কয়লা কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। কিন্তু খনিতে দুর্ঘটনা ঘটলে তিনি দায়িত্ব নেন না। মৃতদেহ কয়লা খাদানে চাপা দিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ স্থানীয়দের। কিন্তু এ বার আটকে থাকা যুবকের পরিবারের সদস্যেরা বিক্ষোভ দেখানোয় বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ এবং প্রশাসন এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ কিছু জানায়নি।