শিয়ালদহ-দমদম শাখার রেললাইনে দু’টি বহু পুরনো সেতুর গার্ডার বদলের কাজের জন্য ওই শাখায় আজ, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে আগামী কাল, রবিবার সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত, অর্থাৎ টানা ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই কারণে শিয়ালদহ উত্তর এবং মেন শাখার ৬০টিরও বেশি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে বলে রেল জানিয়েছে।
রেল সূত্রের খবর, শিয়ালদহ-দমদম শাখার তিন এবং ২৭ নম্বর সেতুর গার্ডার বদলের কাজ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কারণ, বহু দিনের পুরনো ওই দু’টি সেতুর গার্ডার যথেষ্ট জীর্ণ হয়ে পড়েছে। তাই সেগুলি বদল না করলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। এই কাজের জন্য আজ, শনিবার শিয়ালদহ থেকে নৈহাটি, রানাঘাট, ব্যারাকপুর, বনগাঁ, হাসনাবাদ, শান্তিপুর, গোবরডাঙা, বারাসত, দত্তপুকুর এবং কৃষ্ণনগর সিটি রুটে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এ ছাড়াও কাল, রবিবার শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি, কল্যাণী সীমান্ত, গেদে, বনগাঁ, শান্তিপুর, নৈহাটি এবং হাবড়া রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলেও খবর।
আজ, শনিবার রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শহরে আসছেন। তাঁরআসাকে কেন্দ্র করে শিয়ালদহ-রানাঘাট রুটে বাতানুকূল লোকাল ট্রেনের রেকের উদ্বোধন হওয়ার জল্পনা ছড়িয়েছিল। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রেক এখনই উদ্বোধনের কোনও খবর নেই। আজ রেলমন্ত্রী সাঁতরাগাছি থেকে একটি নতুন মেমু ট্রেন চালু করার পাশাপাশি নির্মীয়মাণ ওই স্টেশন পরিদর্শন করবেন।