উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিনে কালীগঞ্জের নাবালিকা তমন্না খাতুনের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত গাওয়াল শেখকে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে মৃতার মা সাবিনা বিবি একাধিকবার গাওয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, এই গাওয়ালই বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিল। শুধু গাওয়াল নয়, তার ছেলে বিমল শেখকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে কালীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা ৯ হলো।
উল্লেখ্য, কালীগঞ্জের ঘটনার পর মৃতার মা সরব হয়েছিলেন গাওয়াল শেখের বিরুদ্ধে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই পুলিশ সম্পূর্ণ বিষয়টি জানতে পারবে বলে দাবি করেছিলেন তিনি।
গত ২৩ জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা ছিল। সেই দিনে ফলাফল ঘোষণা হওয়ার আগেই কালীগঞ্জে তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ বিপুল ভোটে এগিয়েছিলেন রাজ্যের শাসকদলের প্রার্থী। সেই সময়ে তৃণমূলের একটি বিজয় মিছিল থেকে বাম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। আর বোমার আঘাতেই মৃত্যু হয় তমন্নার।
এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
গত ২৩ জুন এ ঘটনায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেন সাবিনা। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে জানান, ঘটনায় অন্যতম অভিযুক্ত গাওয়াল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। দ্রুত বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে।