• কুয়ো মৃত্যুফাঁদ, অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু ২ যুবকের
    এই সময় | ২৮ জুন ২০২৫
  • কুয়ো থেকে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু দুই যুবকের। পুলিশের অনুমান,কুয়োর বিষাক্ত মিথেন গ্যাসে দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের নাম রবি কর্মকার ও সঞ্জিত বাউড়ি। তাঁদের বয়স আনুমানিক ২০-২৫ বছর। শুক্রবার রাতে দুর্ঘটনা জামুড়িয়া থানার সিয়ারসোল আমবাগান এলাকায়। রাতেই স্থানীয় বাসিন্দারা দেহ উদ্ধারের দাবি জানান। শনিবার সকালে পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি।

    স্থানীয় সূত্রের খবর, মৃত দুই যুবক বাড়ুল গ্রামের বাসিন্দা। রাত বারোটা নাগাদ তাঁরা অবৈধভাবে কুয়ো খনন করে কয়লা তুলতে গিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ পরেও তাঁরা উপরে উঠে না আসায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এর পরেই স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলবাহিনীকে খবর দেন।

    রবি কর্মকারের আত্মীয় সরমা গড়াই বলেন, ‘জামুড়িয়া অঞ্চলে বহু কারখানা রয়েছে। স্থানীয় ছেলেরা কাজ পায় না। পেটের দায়ে অবৈধ খাদানে প্রতিদিন চারশো টাকা আয়ের জন্য ওরা কয়লা তুলতে গিয়েছিল। এখনও কুয়োর ভিতরে দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার হয়নি।’

    পুলিশ আধিকারিকেরা এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।’ প্রসঙ্গত, জামুড়িয়া অঞ্চলে অবৈধভাবে কুয়ো থেকে কয়লা তোলা ঘটনা নতুন নয়। এর আগেও কুয়োতে নেমে কয়লা উত্তোলন করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে এর আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

  • Link to this news (এই সময়)