পাথরপ্রতিমায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত ৩। আহত একজন। মৃতদের নাম সুব্রত মণ্ডল (২৪), দীপঙ্কর মণ্ডল (১৯) ও মোস্তাকি (৩২)। গুরুতর আহত যুবকের নাম সঞ্জয় মণ্ডল (১৯)। প্রত্যেকেই বসিরহাট থানা এলাকার বাসিন্দা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা থানার অন্তর্গত রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাথরপ্রতিমা থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে সেখানেই। কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূ্ত্রের খবর, এ দিন ভোরবেলা একটি মোটরসাইকেলে চারজন যাচ্ছিলেন। তাঁরা রামগঙ্গায় রথ দেখে বসিরহাটে ফিরছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাস্তা পিছল থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে।
সকালে স্থানীয়রাই রাস্তার পাশের একটি ড্রেনে চারজনকে পড়ে থাকতে দেখেন। তাঁরাই তিনজন মৃত এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এর পর খবর যায় পাথরপ্রতিমা থানায়।
স্থানীয় বাসিন্দা সহনা গিরি বলেন, ‘আমরা সকালে হাঁটতে বেরিয়ে দেখি চারজন ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। আমরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তার পর পুলিশে খবর দেওয়া হয়।’