• কসবা কলেজ: প্রশ্নের মুখে নিরাপত্তা রক্ষীর ভূমিকাও, সে দিনের ঘটনা নিয়ে কেন তিনি কাউকে কিছু জানালেন না?
    এই সময় | ২৮ জুন ২০২৫
  • আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। পুলিশের দাবি, ঘটনার সময়ে ডিউটিতে ছিলেন পিনাকী। তাঁর রুমেই ধর্ষণ করা হয়েছে বলে FIR-এ উল্লেখ করেছেন দক্ষিণ কলকাতার কসবার ওই আইন কলেজের ছাত্রী। FIR-এ ওই ছাত্রী অভিযোগ করেন, ঘটনার আগে চোখের ইশারায় পিনাকীকে গার্ড রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। এমনকী পিনাকীর ফোনও কেড়ে নেন এক অভিযুক্ত।

    কিন্তু, প্রশ্ন হলো পিনাকী তো জানতেন, ওই ঘরে কী হয়েছে। তা হলে ফোন ফেরত পাওয়ার পরে এবং অভিযুক্তরা কলেজ ছাড়ার পরে কেন পিনাকী কাউকে কিছু জানালেন না? কেন থানায় যোগাযোগ করলেন না তিনি? কলেজ কর্তৃপক্ষকে কেন জানালেন না কিছু? আশপাশের কাউকে ডাকলেন না কেন? পিনাকীর ভূমিকাও এই মুহূর্তে প্রশ্নের মুখে।

    আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ। সূত্রের খবর, ল’কলেজের প্রথম বর্ষের ছাত্র জ়ইব ও দ্বিতীয় বর্ষের ছাত্র প্রমিত ওই আইন কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্রের ছায়াসঙ্গী। একই সঙ্গে মনোজিৎ পেশায় আইনজীবী ও ওই ল’ কলেজের অস্থায়ী কর্মীও।

    পুলিশ সূত্রে খবর, দ্রুত ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাতে চলেছে তারা। ঘটনাস্থল থেকে পাওয়া বোতল, প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। সেই বোতলে কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গার্ডরুমে ধস্তাধস্তির চিহ্নও মিলেছে বলে খবর।

  • Link to this news (এই সময়)