• হাজির আরও এক নিম্নচাপ, বড় দুর্যোগের আশঙ্কা বঙ্গে 
    আজকাল | ২৮ জুন ২০২৫
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার প্রভাবেই ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    শুক্রবার রথযাত্রার দিন সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই আকাশ কালো করে রয়েছে। বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার থেকে ৩ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

    শনিবারের পাশাপাশি রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

    উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি উপরের তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদহে। টানা বৃষ্টির জেরে দুই বঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে।

    এদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৯২ শতাংশ।
  • Link to this news (আজকাল)