• টানা বৃষ্টিতে পাঁশকুড়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি, চাপা পড়ে মৃত দুই ...
    আজকাল | ২৮ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভেঙে পড়ল মাটির পুরনো দোতলা বাড়ি। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শুকুতিয়া গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার বিকেলে আচমকাই  ভেঙে পড়ে একটি বহু পুরনো দোতলা মাটির বাড়ি। ওই বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পুষ্পরানী মাজি (বয়স ৯২) ও সুষমা গোস্বামী (বয়স ৬০)। তাঁরা ওই বাড়িরই বাসিন্দা ছিলেন। আচমকাই বিকট শব্দে দোতলা বাড়িটি ধসে পড়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে স্থানীয় বাসিন্দারা হাত লাগান, পরে ঘটনাস্থলে আসে একটি জেসিবি মেশিন। তার সাহায্যে মাটির স্তূপ সরিয়ে উদ্ধার করা হয় দুই মহিলার নিথর দেহ। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। 

    এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটি বহুদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। টানা বৃষ্টির ফলে বাড়ির গাঁথুনিতে জল ঢুকে আরও দুর্বল হয়ে পড়ে। প্রশাসনের তরফে এই ধরনের পুরনো ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলি চিহ্নিত করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। 

     
  • Link to this news (আজকাল)