সপ্তাহান্তে এই শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা...
আজকাল | ২৮ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে ফের বাতিল থাকবে একাধিক লোকাল। এবার ব্রিজের গার্ডার বদলের কাজের জন্য। জানা গেছে শিয়ালদহ ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। তার জেরে শনি ও রবিবার শিয়ালদহ–দমদম শাখায় বাতিল করা হয়েছে ২৭ টি লোকাল ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, শনিবার ২৮ জুন রাত ১০.১৫ নাগাদ শুরু হবে কাজ। চলবে রবিবার সকাল ৮ টা পর্যন্ত। ফলে এই ১০ ঘণ্টায় বিঘ্নিত হবে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ, ও মেন লাইনের ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, শনিবার রাতে বাতিল থাকবে ১৪টি ট্রেন। রবিবার চলবে না ১৩টি ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগে চালানো হবে স্পেশাল ট্রেনও।
শনিবার যেমন শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–বারাসত, শিয়ালদহ–কৃষ্ণনগর, শিয়ালদহ–হাসনাবাদ শাখায় ট্রেন বাতিল থাকছে। ঠিক তেমনই রবিবার ওই শাখাগুলিতে আপ ও ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল থাকবে।
প্রসঙ্গত, সপ্তাহান্তে রেলের এই রক্ষণাবেক্ষণের কাজ লেগেই রয়েছে। গত সপ্তাহেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ–বনগাঁ ও হাসনাবাদ শাখায় শনিবার রাত থেকে রবিবার ভোর অবধি একাধিক ট্রেন বাতিল ছিল। চলতি সপ্তাহেও সেই একই কাণ্ড। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়বেন নিত্যযাত্রীরা।