আজকাল ওয়েবডেস্ক: অবৈধভাবে কয়লা কাটার সময় খনিতে ধস। মৃত দুই। অভিযোগ, এদেরকে টাকা দিয়ে বেআইনিভাবে কয়লা তোলা হত।
শনিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত নর্থ–শিয়ারসোল কয়লা খনি সংলগ্ন এলাকায়। অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে স্থানীয় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রয়েছে। মৃত দুই যুবকের পরিবার ও আত্মীয়–স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা গেছে, স্থানীয় কুনুস্তরিয়া কয়লা খনি এলাকায় গভীর রাতে কয়লা কাটতে নেমেছিল দুই যুবক। সূত্রের খবর, চার জন নাকি এসেছিল কয়লা কাটতে। কিন্তু দু’জন ভিতরে চাপা পড়ে যান। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও প্রশাসনকে জানানোর পরেও দুই যুবককে উদ্ধারের চেষ্টা কেউ করেনি। অভিযোগ, কোলিয়ারি কর্তৃপক্ষকে খবর দেওয়া হলেও কেউ ঘটনাস্থলে আসেননি।
জানা গেছে, অবৈধভাবে কয়লা কাটার সময় কয়লা খাদানের ভিতরে চাপা পড়ে যান রবি কর্মকার ও সঞ্জীব বাউরি। দু’জনেই স্থানীয় হিজলগড়া পঞ্চায়েতের অন্তর্গত বারুল গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, পেটের জ্বালায় রুজি রুটি না থাকায় জামুরিয়া শিল্প–তালুকের এই গরিব ছেলেরা ৪০০ টাকা হাজিরাতে সারা রাত ধরে অবৈধভাবে কয়লা কাটার কাজ করে।
স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তি অবৈধভাবে কয়লা কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করার কাজ করে। সেই যুবকদের টাকার লোভ দেখিয়ে কাজে লাগায়। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে হাত গুটিয়ে পালিয়ে যায়।
শেষ খবর পাওয়া অবধি সঞ্জীব বাউরির দেহ উদ্ধার করা হয়েছে। রবি কর্মকারের দেহ এখনও উদ্ধার করা যায়নি।