• কলকাতায় শুরু হল ‘রক্ষা পেনশন সমাধান আয়োজন’ – প্রাক্তন সেনাদের পাশে ভারতীয় সেনা ও প্রতিরক্ষা মন্ত্রক...
    আজকাল | ২৮ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আজ থেকে বিজয় দুর্গ, কলকাতায় শুরু হল দুই দিনের বিশেষ প্রতিরক্ষা পেনশন সচেতনতা ও সমাধানমূলক কর্মসূচি ‘রক্ষা পেনশন সমাধান আয়োজন’। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এবং প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টস (পেনশন), প্রয়াগরাজ-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ২৭ ও ২৮ জুন।

    এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রাক্তন সেনা, তাঁদের নির্ভরশীল পরিবার-পরিজন, শহিদ সেনাদের বিধবা স্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের পেনশন সংক্রান্ত জটিলতা ও অভিযোগের দ্রুত এবং সরাসরি সমাধান করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের ফাইনান্সিয়াল অ্যাডভাইজার (ডিফেন্স সার্ভিসেস) শ্রী সুগত ঘোষ দস্তিদার। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রায় ৫৭৩ জন প্রাক্তন সেনা, তাঁদের পরিবার ও প্রতিরক্ষা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    পূর্ব কমান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মহিত মলহোত্রা জানান, “প্রাক্তন সেনা ও তাঁদের পরিবারের কল্যাণই ভারতীয় সেনার অগ্রাধিকার। সরকার ও সেনা বাহিনী মিলিতভাবে বহুস্তরীয় উদ্যোগের মাধ্যমে এই সম্প্রদায়ের সমস্যাগুলোর সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি জানান, পেনশন সম্পর্কিত অভিযোগ দ্রুত নিষ্পত্তি, প্রাপ্য সুবিধাগুলির সহজলভ্যতা এবং প্রাক্তন সেনাদের জন্য নির্দিষ্ট সহায়তা কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে তাঁদের প্রতি যত্ন ও দায়িত্ব পালন করা হচ্ছে।

    প্রয়াগরাজ থেকে আসা পিসিডিএ (পেনশন)-এর উচ্চপদস্থ আধিকারিকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাঁরা প্রাক্তন সেনাদের সঙ্গে সরাসরি কথা বলে কাগজপত্র যাচাই, জটিল পেনশন সমস্যার সমাধান এবং উপযুক্ত দিকনির্দেশ দিয়ে সহায়তা করেন। ‘রক্ষা পেনশন সমাধান আয়োজন’ কর্মসূচি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাক্তন সেনা এবং তাঁদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ ও সহানুভূতির প্রকাশ। এই ধরনের উদ্যোগ প্রমাণ করে, একবার সেনা মানেই আজীবন সেনা—আর তাঁদের প্রতি দেশের যত্ন কখনো শেষ হয় না।
  • Link to this news (আজকাল)