• Live Updates: বানতলার ঘটনার সময়ে কোথায় ছিল সিপিএম? কসবা কাণ্ডে প্রশ্ন কুণালের
    আজ তক | ২৮ জুন ২০২৫
  • কসবা ল'কলেজ গণধর্ষণ কাণ্ড ঘিরে তোলপাড় বাংলা। কলকাতার মধ্যে একটি সরকারি আইন কলেজের ভিতর প্রথম বর্ষের এক পড়ুয়াকে শারীরিক নিগ্রহ করার ঘটনা সামনে আসার পর থেকেই উত্তাল শহর। গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষী এবং ধর্ষণে অভিযুক্ত ৩ জনকে। সাউথ ক্যালকাটা ল'কলেজের সিকিউরিটি গার্ডের রুমেই এই নৃশংস ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মূল ৩ অভিযুক্ত হল মনোজিৎ মিশ্র (প্রাক্তনী তথা বর্তমান চুক্তিভিত্তিক কর্মী), জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় (বর্তমান ছাত্র)। উল্লেখ্য, মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে। এর আগে এই কলেজেরই ইউনিট প্রেসিডেন্ট ছিল সে। 

    > আলিপুর কোর্টে নির্যাতিতা

    আলিপুর কোর্টে তোলা হল কসবা ল'কলেজ ধর্ষণকাণ্ডের নির্যাতিতা। তাঁকে সিকিউরিটি দিয় নিয়ে যাওয়া হল আদালতে।

    > সাংবাদিক সম্মেলন তৃণমূলের

    অপরাজিতা বিল কেন হিমঘরে? সেই বিষয়েও নজর দেওয়ার বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বিলকিস বানু ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলেন, এখানে দোষীদের দ্রুত ধরা হয়, আর সেখানে ধর্ষকদের গলায় মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

    বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য, 'অভিযুক্তরা গ্রেফতার হয়েই গিয়েছে। ওঁরা কী রাজনৈতিক পর্যটক হিসাবে আসবেন?' 

    কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে অভয়ার বাবা-মা চুপ কেন? ওঁদের বলব, রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না। CPIM বানতলার ঘটনার সময় কোথায় ছিল? 

    > পথে যাদবপুরের ছাত্ররা

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন AISA কসবা থানার সামনে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন। 

    > আটক সুকান্ত, প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হল লালবাজার

    BJP রাজ্য সভাপতি বলেন, 'পুলিশের আচরণ গণতন্ত্র হত্যাকারী আচরণ। হাজার বার গ্রেফতার হতে রাজি আছি। এক মাসে ৩ বার কলকাতা পুলিশের হাতে আটক হলাম। কিন্তু বাংলার মেয়েদের ধর্ষণ বন্ধ করতে হবে।'

    > অবরুদ্ধ গড়িয়াহাট চত্বর

    BJP-র বিক্ষোভ মিছিল ঘিরে স্তব্ধ গড়িয়াহাট। যান চলচল ব্যাহত। অবরুদ্ধ গড়িয়াহাট মোড়। গড়িয়াহাট থেকে কসবা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল BJP। তবে মিছিল শুরুর আগেই আটকায় পুলিশ। 

    > পুলিশের সঙ্গে বাদানুবাদ সুকান্তর

    BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, 'হিটলারের মতো আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিটলারের আমলে যেমন বিরোধীদের কোনও অধিকার ছিল না। ঠিক তেমনই আমাদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না।' তিনি আরও বলেন, 'শশী পাঁজা মহিলা হয়ে এক মহিলার উপর ঘটে যাওয়া নির্যাতনের প্রতিবাদ করার মতো মেরুদণ্ড নেই। জানেন, মুখ খুললে তাঁর চাকরি চলে যাবে। শান্তিনিকেতন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাদ দিয়ে এখানে আর কোথাও কারও নিরাপত্তা নেই।'

    > রণক্ষেত্র গড়িয়াহাট মোড়

    কসবা কাণ্ডের প্রতিবাদে BJP-J প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্র গড়িয়াহাট মোড়। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখায় গেরুয়া কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। একাধিক কর্মী-সমর্থককে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ।

    > মশাল মিছিল করবে BJP

    কসবা কাণ্ডের প্রতিবাদে শনিবার জেলায় জেলায় পথ অবরোধ BJP মহিলা মোর্চার। রবিবার সন্ধ্যায় জেলায় জেলায় মশাল মিছিলের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

    > CBI চায় না রাজ্য BJP

    কসবা কাণ্ডে CBI তদন্ত চায় না রাজ্য BJP। কলকাতা পুলিশের উপরেই তদন্তভার থাক, দাবি করলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল। আরজিকর কাণ্ডে CBI সফল নয়, মত অগ্নিমিত্রার। BJP নেত্রী বলেন, 'করের টাকায় পুলিশ রাখা হয়েছে, তাই তারা কাজ করুক।'

    > কসবা ল' কলেজ গণধর্ষণকাণ্ডে BJP-র তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন-

    ১. সৎপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন পুলিশ আধিকারিক
    ২. মিনাক্ষী লেখি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 
    ৩. বিপ্লব কুমার দেব, লোকসভার সাংসদ 
    ৪. মনন কুমার মিশ্রা, রাজ্যসভার সাংসদ 

    জানা গিয়েছে, এই তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তদন্তের রিপোর্ট জমা দেবে সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাকে।

    > নজরে CCTV ফুটেজ

    নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁকে প্রথমে ইউনিয়ন রুমে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তারপর নিয়ে যাওয়া হয় কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে। সেখানে ধর্ষিতা হন প্রথম বর্ষের ওই ছাত্রী। ইউনিয়ন রুমের বাইরে একটি CCTV রয়েছে। সূত্রের খবর, তার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হতে পারে বলে মনে করা হচ্ছে। 

    > নির্যাতিতার বয়ান

    ২৫ জুন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সাউথ ক্যালকাটা ল'কলেজের ক্যাম্পাসে। ঘটনার পর কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। তাঁকে পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক পরীক্ষার জন্য। নির্যাতিতার বক্তব্য, জে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। তারপর বাকি ২ অভিযুক্ত পি এবং এম ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে যায়। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় দরজা। ওয়াশরুমের দিকে জে টেনে নিয়ে যায়। শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। মেয়েটির বক্তব্য, 'আমার মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগেছিল। ওরা আমায় ছাড়েনি। ছাড়ানোর চেষ্টা করলে আমায় হকি স্টিক দিয়ে মারধর করতে চায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা ছেড়ে দিই। অর্ধমৃত অবস্থায় পড়েছিলাম।'

    > শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিক্রিয়া

    সাউথ ক্যালকাটা ল’ কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে রিপোর্ট তলব করল শিক্ষা দফতর । শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'ঘটনায় আমি অত্যন্ত হতবাক এবং মর্মাহত। কলেজের কোথায় নিরাপত্তার গাফিলতি ছিল তা খুঁজে বের করতে হবে।' 

     
  • Link to this news (আজ তক)