• ‘দিল্লিতে ডেকে আমার ধর্ম-সম্প্রদায় নিয়ে প্রশ্ন করা হয়’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক জন বারলা
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একুশে জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে জলপাইগুড়িতে তৃণমূলের প্রস্তুতি সভায় বিস্ফোরক বক্তব্য রাখলেন জন বারলা। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শনিবার জানান, দিল্লির সরকার বাংলায় এলে রাজ্যের চরম বিপদ হবে। বাংলার মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে।এ প্রসঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতাও জানান বারলা। তিনি দাবি করেন, “অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রকের মন্ত্রী থাকাকালীন দিল্লিতে ডেকে আমাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কোন সম্প্রদায়ের? কবে থেকে ওই সম্প্রদায়ের হলেন? প্রশ্ন শুনে আমি অবাক হয়ে যাই। মানুষের জাতপাত, ধর্ম, সম্প্রদায় এগুলো কি জানতে চাওয়ার বিষয়?”একইসঙ্গে জন বারলার বক্তব্য, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে তাঁর ধর্ম জানতে চান না! তিনি সব ধর্মকে নিয়ে চলেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকিদের পার্থক্য।”
  • Link to this news (বর্তমান)