• অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু দুই যুবকের
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুন ২০২৫
  • মাত্র ৪০০ টাকা মজুরির বিনিময়ে, অবৈধভাবে কয়লা কাটতে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হল দু’জনের। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার নর্থ সিয়ারসোল কোলিয়ারী সংলগ্ন আমবাগান এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রবি কর্মকার ও সঞ্জিত বাউড়ি।মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের বারুল গ্রামের চার ব্যক্তি আমবাগান এলাকায় শুক্রবার বিকেলে ঠিকা শ্রমিক হিসেবে অবৈধভাবে কয়লা কাটতে আসেন।

    শুক্রবার রাত ১২টা নাগাদ চার শ্রমিকের মধ্যে দু’জন কয়লা খনির গভীর গহ্বরে প্রায় পঞ্চাশ ফুট নীচে নেমে পড়েন। তাঁরা হলেন, রবি কর্মকার ও সঞ্জিত বাউড়ি। সেই সময় উপরে থাকা তাঁদের দুই সহযোগী লক্ষ্য করেন, ওই দুই ব্যক্তি মারণ গ্যাসের শিকার হয়েছে। বিষয়টি লক্ষ্য করে তাঁরা ঘটনাস্থল থেকে কোনক্রমে গ্রামে ফেরেন। গ্রামবাসীরা রাতেই ঘটনাস্থলে এসে ওই দুই ব্যক্তিকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় জামুড়িয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। রানীগঞ্জের দমকল বিভাগের বিশেষ দল এসে পৌঁছয় ঘটনাস্থলে। একইভাবে ইসিএলের আধিকারিকেরাও এসে পৌঁছন ঘটনাস্থলে। এরপরই শনিবার সকালে ওই অবৈধ খনি মুখের ভেতরে একটি জ্যান্ত মুরগি দড়ির মধ্যে ঝুলিয়ে ভেতরে ঢোকানো হয়। তবে দড়ি ধরে ওপরে তুললে দেখা যায়, ওই মুরগিটি মারা গিয়েছে।

    সকলেই নিশ্চিত হন, ওই অবৈধ খনিমুখের মধ্যে রয়েছে মারণ গ্যাস। এই বিষয়টি লক্ষ্য করেই স্থানীয় এলাকার বাসিন্দারা ওই দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য বিশেষ উদ্ধারকারী দল আনার দাবি করতে থাকেন। মৃতের পরিবার-পরিজনদের দাবি, এখানে ঠিকাকর্মীর কাছে ৪০০ টাকার বিনিময়ে ওই খনিমুখে কয়লা কাটার জন্য তাঁরা এসেছিলেন। তারপর তাঁরা এই মারণ গ্যাসের শিকার হয়েছেন। পুলিশ-প্রশাসন জানিয়েছে, ইসিএলের বিশেষ উদ্ধারকারী দলের কাছে উদ্ধারের জন্য আবেদন জানানো হয়েছে।

    শনিবার বেলার দিকে সঞ্জিত বাউড়ির মৃতদেহ উদ্ধার হয়। অন্যজনের খোঁজ বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। ওই কুয়োর গভীরে বিষাক্ত গ্যাসের মাত্রা বেশি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে খবর। রবি কর্মকারের আত্মীয় সরমা গড়াই বলেন, ‘জামুড়িয়া অঞ্চলে বহু কারখানা রয়েছে। স্থানীয় ছেলেরা কাজ পায় না। পেটের দায়ে অবৈধ খাদানে প্রতিদিন ৪০০ টাকা আয়ের জন্য ওরা কয়লা তুলতে গিয়েছিল। এখনও কুয়োর ভিতরে রবির দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার হয়নি।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)