• পাথরপ্রতিমায় বাইক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুন ২০২৫
  • পাথরপ্রতিমায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। গুরুতর আহত হয়েছেন একজন। তিনি ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে পাথরপ্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে বাইকটি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুব্রত মণ্ডল (২৪), দীপঙ্কর মণ্ডল (১৯) ও মোস্তাকিন (৩২)। আহত যুবকের নাম সঞ্জয় মণ্ডল (১৯)। তাঁরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকার বাসিন্দা। পাথরপ্রতিমায় ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এসেছিলেন মৃতেরা। কাজ শেষে রথের মেলা দেখে বাড়ি ফিরছিলেন।

    স্থানীয় সূত্রে খবর, বাইকটিতে চারজন ছিলেন। রাস্তার ধারে থাকা নর্দমায় গিয়ে পড়েন বাইকের আরোহীরা। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। তাঁরা দেখেন, চারজনই সেই নর্দমায় পড়ে রয়েছেন। তিনজনকে মৃত ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পাথরপ্রতিমা থানায়।

    পুলিশ আহত যুবককে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি। আহত যুবকের ভাই বলেন, ‘ঢোলাহাট থানার যশোদা মোড়ে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। শুক্রবার রাতে চারজন একটি বাইকে রথ দেখতে বের হন। রথ দেখে গভীর রাতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।’

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাস্তা পিছল থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা সহনা গিরি বলেন, ‘আমরা সকালে হাঁটতে বেরিয়ে দেখি চারজন ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। আমরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তারপর পুলিশে খবর দেওয়া হয়।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)