• বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে তলব
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুন ২০২৫
  • বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাইচন্দ্র সাহাকে তলবের পর এবার ফিনান্স অফিসার সৌগত চক্রবর্তীকে তলব করেছে সিআইডি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কিন্তু মেয়াদের আগে সেই টাকা গায়েব হল কিভাবে? তাই তদন্তের জন্য শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে ডেকে পাঠিয়েছে সিআইডি।

    এদিন সকালে টানা সাড়ে তিন ঘন্টা তাঁকে জেরা করা হয়। তদন্তকারী অফিসাররা তাঁর থেকে নানা তথ্য জানার চেষ্টা করে। মূলত টাকা তোলার সময় ব্যাঙ্ক থেকে কোনও খবর বা এসএমএস এসেছিল কিনা, টাকা যে অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে তা বুঝতে দেরি হয়েছে কেন? এই সকল বিষয় জানতে চাওয়া হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর্থিক দুর্নীতির যুক্ত এই সন্দেহের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য ব্যাঙ্কে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে তৎপর হয়।

    তখনই জানা যায়, বর্ধমানের জেলখানা মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি ফিক্সড ডিপোজিট থেকে ১ কোটি ৯৩ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে রেজিস্ট্রার সুজিতকুমার চৌধুরি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সিআইডি এই তদন্তের দায়িত্ব নেয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। এবার তলব করা হয়েছে ফিনান্স অফিসার সৌগত চক্রবর্তীকে। যদিও শুক্রবার তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)