• কসবা কাণ্ডের তদন্তে SIT গঠন
    প্রতিদিন | ২৮ জুন ২০২৫
  • অর্ণব আইচ: কসবা কাণ্ডের তদন্তে সিট গঠন কলকাতা পুলিশের। চার সদস্যের বিশেষ তদন্তকারী কমিটির নেতৃত্বে অ্যাসিট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি)। ইতিমধ্যে নির্যাতিতা ও তাঁর বাবা-মার গোপন জবানবন্দি নেওয়ার জন্য় আবেদন করেছেন তাঁরা।

    শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। আজ সকালে কলেজের সরকারি নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, ইতিমধ্যে নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। 

    এই ঘটনায় শোকপ্রকাশ করে কলেজের জেনারেল বডির বৈঠক ডাকার নির্দেশ দিলেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, “দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা হতবাক। শোকস্তব্ধ কলেজের ভাইস প্রিন্সিপালকে জেনারেল বডি মিটিং ডাকতে বলেছি। নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচার পাইয়ে দিতে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
  • Link to this news (প্রতিদিন)