৬ কোটি টাকার হেরোইন উদ্ধার নদিয়ায়, গ্রেপ্তার ২ কুখ্যাত
প্রতিদিন | ২৮ জুন ২০২৫
রমণী বিশ্বাস, তেহট্ট: ফের বড় সাফল্য পেল পলাশিপাড়ার থানার পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার হল। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ছয় কোটি টাকা। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ২ যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নদিয়ার তেহট্টের পলাশিপাড়া থানা এলাকায়। প্রসঙ্গত, কিছু দিন আগেই এই এলাকাতেই তিন কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তদন্তকারীদের কাছে মাদক পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর আসে। তারপরই পলাশিপাড়ার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযানে নামে। গতকাল, শুক্রবার গভীর রাতে পোতারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তদন্তকারীরা সেখানে গিয়ে দুই যুবককে জিজ্ঞাসবাস শুরু করেন। অত রাতে সেখানে কেন দাঁড়িয়ে তারা? সেই প্রশ্ন করা হয়। ওই দুই যুবকের কথায় একাধিক অসঙ্গতি দেখা যায়। তাদের সঙ্গে দুটি প্লাস্টিকের ব্যাগ ছিল। সেগুলিতে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ওই হেরোইন। কালবিলম্ব না করে গ্রেপ্তার করা হয় ওই দু’জনকে।
ধৃতদের নাম সিরাজুল শেখ ও আব্দুল্লাহ শেখ, বাড়ি বড়নলদহ এলাকায়। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই হেরোইনের পরিমাণ ৭ কেজি ৫০৯ গ্রাম। হেরোইনের বাজারদর আনুমানিক ৬ কোটি টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক কারও কাছে পাচার করার পরিকল্পনা ছিল। সেজন্যই তারা বাসস্ট্যান্ডে গভীর রাতে দাঁড়িয়েছিল। সম্প্রতি ওই থানা এলাকাতেই ৩ কোটি টাকার হেরোইন-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জেরা করে সিরাজুল শেখের নাম উঠে এসেছিল। সেই পাচারের সঙ্গেও সিরাজুল জড়িয়ে বলে পুলিশের অনুমান। ধৃতদের আজ, শনিবার আদালতে তোলা হবে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, সেসব খতিয়ে দেখা হচ্ছে।