ফের মেট্রো বিভ্রাট! কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ব্যাহত চলাচল
প্রতিদিন | ২৮ জুন ২০২৫
নব্যেন্দু হাজরা: ফের মেট্রো বিভ্রাট! শনিবার দুপুরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ব্যাহত মেট্রো চলাচল। ময়দান থেকে দক্ষিণেশ্বরে মেট্রো চললেও বাকি অংশে বন্ধ। যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য দাঁড়িয়ে যায় মেট্রো। চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা।
শনিবার সাড়ে তিনটে নাগাদ হঠাৎ একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। আপ ও ডাউনে পরপর দাঁড়িয়ে যায় রেকগুলি। দরজা খুলে যায়। যাত্রীদের নেমে যেতে বলা হয়। কিন্তু কী কারণে চলাচলে ছেদ পড়ল তখনই তা জানা যায়নি। পরে খবর পাওয়া যায়, যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য দাঁড়িয়ে পড়েছে মেট্রো। তবে কিছুক্ষণের মধ্যেই ময়দান- দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো শুরু হয়। এই স্টেশনগুলির মাঝে আপ-ডাউনেই মেট্রো চলছে। অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। পৌনে পাঁচটা নাগাদ আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হয়।
শনিবার হলেও মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা। কলকাতা শহরের লাইফ লাইন মেট্রো। এই ব্যস্ততম সময়ে এই বিভ্রাটে সমস্যায় যাত্রীরা। স্টেশনে দাঁড়িয়েই ক্ষোভ উগড়ে দেন তাঁরা।
এদিকে আজ, শনিবার শহরে উপস্থিত রয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকারি অনুষ্ঠানে কলকাতা সফরে এসেছেন তিনি। হাওড়া থেকে পুরুলিয়া-বাঁকুড়া ইন্টারসিটি এক্সপ্রেস উদ্বোধনের কথা রয়েছে। কথা রয়েছে অশ্বিনীর হাত ধরেই ছুটতে শুরু করবে এসি লোকালও। সেই আবহে মেট্রো বিভ্রাটে ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা।