• কেরলে কাজে গিয়ে বিপত্তি! বাড়ি ধসে চাপা পড়লেন মালদহের তিন যুবক, ঘটনাস্থলেই মৃত্যু
    আনন্দবাজার | ২৮ জুন ২০২৫
  • কেরলে কংক্রিটের বাড়ি ধসে প্রাণ হারালেন মালদহের তিন শ্রমিক। দুর্ঘটনাটি ঘটে কেরলের ত্রিশূর জেলার কোডাকারা এলাকায়। দুর্ঘটনার ঘণ্টাখানেক পরে মৃত তিন শ্রমিকের পরিবারকে বিষয়টি জনানো হয়। আর তার পরেই মালদহের বৈষ্ণবনগর থানার হাজিপুর এবং গোবর্ধন টোলা গ্রামে শোকের ছায়া নেমে আসে। মৃত তিন শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। প্রশাসনের তরফে ওই তিন পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন শ্রমিকের নাম রবিউল ইসলাম (২১), রবিউল শেখ (১৯), আব্দুল আলিম (৩১)। দুই রবিউলের বাড়ি বৈষ্ণবনগর থানার শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের হাজিপুর এলাকায়। আব্দুলের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলা এলাকায়। গত সপ্তাহের শনিবার এই এলাকা থেকে ১০ জন শ্রমিক কেরলে গিয়েছিলেন নির্মাণের কাজ করতে। কোডাকারা এলাকায় একটি পুরনো বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা।

    শনিবার সকালে সেই পুরনো বাড়ি ভেঙে চাপা পড়েন তিন শ্রমিক। তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    মৃত রবিউল ইসলামের দাদা মহম্মদ বাইরুল শেখও ভাইয়ের সঙ্গে কেরলের ওই এলাকায় কাজ করতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘‘শনিবার সকালে দেওয়ালে ফাটল ধরতেই ঘুম চোখে পালানোর চেষ্টা করি। আমরা পিছনের সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করি। কিন্তু ভাই এবং তাঁর সঙ্গে আরও দু’জন সামনের সিঁড়ি দিয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করে। তখনই কংক্রিটের দেওয়াল ওদের উপর ভেঙে পড়ে।’’ মৃত শ্রমিক আব্দুলের স্ত্রী মেরিনা খাতুন বলেন, ‘‘আমি চার মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি রয়েছেন। সংসারের খরচ জোগাতে স্বামী ভিন্‌রাজ্যে গিয়েছিলেন।’’
  • Link to this news (আনন্দবাজার)