• সপ্তাহান্তে মেট্রো-বিভ্রাট! কী কারণে? জানালেন কর্তৃপক্ষ, এক ঘণ্টারও বেশি সময় ধরে ভাঙা পথেই চলল মেট্রো
    আনন্দবাজার | ২৮ জুন ২০২৫
  • সপ্তাহান্তে ফের মেট্রোয় বিভ্রাট! শনিবার দুপুরে মেট্রোয় গোলযোগের জেরে বিপাকে পড়লেন যাত্রীরা। শনিবার দুপুর প্রায় সাড়ে ৩টে থেকে প্রযুক্তিগত ত্রুটির কারণে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছিল। শেষমেশ ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিষেবা।

    শনিবার দুপুর ৩টে ৩২ মিনিট নাগাদ মেট্রোয় প্রযুক্তিগত ত্রুটি দেখা যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে সেই ত্রুটি ঠিক কী, সে বিষয়ে কিছু জানা যায়নি। শনিবার বলে অনেক অফিস কাছারিতেই অর্ধদিবস কাজ হয়। সপ্তাহান্ত বলে কেনাকাটা বা ঘুরতে যাওয়ার জন্য অনেকের কাছে মেট্রোই ভরসা। মেট্রো বন্ধের কারণে বিপাকে পড়েন সেই সমস্ত অফিসফেরত ও সাধারণ যাত্রীরা। পরে ৪টে ৪০ মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের শুরু হয় মেট্রো চলাচল।

    কালীঘাট মেট্রো স্টেশনে দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ একটি মেট্রো ঢোকে। সেই মেট্রোর যাত্রী রানা সেন বলেন, ‘‘মেট্রো ঢোকার পর থেকে প্রায় মিনিট ২০ ধরে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে আপাতত মেট্রো ছাড়তে দেরি হবে।’’ গোলযোগের জেরে ডাউন লাইনে থমকে যায় মেট্রো পরিষেবা। ওই মেট্রোর পিছনে থাকা ট্রেনগুলিও পর পর দাঁড়িয়ে পড়ে।

    মেট্রো রেলে বিভ্রাট নতুন ঘটনা নয়। মাঝেমাঝেই মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি, আবার কখনও সিগন্যাল সমস্যার কারণে পরিষেবা ব্যাঘাত ঘটে। কখনও কখনও আবার ট্রেনের সামনে যাত্রী পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। তবে শনিবারের ঘটনা কী কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (আনন্দবাজার)