স্বাস্থ্যপরীক্ষার জন্য শনিবার দুপুর থেকে ৫২ ঘণ্টা বন্ধ থাকবে দুর্গাপুর সেতু!
আনন্দবাজার | ২৮ জুন ২০২৫
প্রায় ৫২ ঘণ্টা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত পথ দুর্গাপুর সেতু বা ডিরোজিও সেতু। শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে সেতুটি। চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এ জন্য দুপুর থেকে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ জানাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে ডিরোজিও সেতুতে ‘লোড টেস্ট’ হবে। অর্থাৎ, সেতুর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুঁটিনাটি পরীক্ষা করবেন বিশেষজ্ঞেরা। বস্তুত, গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সমস্ত সেতুর অবস্থা পর্যালোচনা করা হবে।
কলকাতার নিউ আলিপুর ও চেতলাকে সংযুক্ত করা দুর্গাপুর সেতুটি শহরের দক্ষিণ-পশ্চিম অংশে যান চলাচলের মূল সড়ক হিসাবে কাজ করে। ওই সেতুর মাধ্যমেই বেহালার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে অপেক্ষাকৃত তাড়াতাড়ি পৌঁছোনো যায়। কিন্তু সেতুর পরীক্ষায় এতটা সময় লাগবে কেন? কেএমডিএ সূত্রে খবর, গত ডিসেম্বরে সেতুর একাংশে আগুন লেগেছিল। যার ফলে কিছু অংশের উপরের কাঠামো এবং কংক্রিট ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই অগ্নিকাণ্ডের জেরে কংক্রিট ভঙ্গুর হয়ে যাচ্ছিল। এমতাবস্থায় ‘কার্বন র্যাপিং’ পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত গার্ডারগুলোকে শক্তিশালী করার কাজ শুরু করবে কেএমডিএ। যা সময়সাপেক্ষ। নামপ্রকাশে অনিচ্ছুক কেএমডিএ-র এক কর্তা বলেন, ‘‘৪০–৫২ ঘণ্টার জন্য সেতু বন্ধ রাখার কারণ, ‘লোড টেস্ট’ চালানোর পরে সেতুর নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। অগ্নিকাণ্ডে কতটা ক্ষতি হয়েছে, সেটা বুঝে সেতুর কাজ করব আমরা। তাই সময় তো লাগবেই।’’
ডিরোজিও সেতু বন্ধ থাকলে বিকল্প রাস্তায় চাপ বেড়ে যেতে পারে। ফলে বড়সড় যানজটের সম্ভাবনা দেখা দিয়েছে।এ নিয়ে দক্ষিণ-পূর্ব কলকাতার ট্র্যাফিক গার্ডের এক কর্তা বলেন, “দুর্গাপুর সেতু বন্ধ থাকলেও মাঝেরহাট সেতু খোলা থাকবে। অন্য দিকে, ধনধান্য সেতু ও জিরাট সেতু দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই খানিকটা চাপ পড়বে।” তিনি এ-ও জানান, বিকল্প হিসাবে দক্ষিণ ও উত্তরমুখী যান চলাচলে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। উত্তরমুখী গাড়িগুলিকে নিউ আলিপুর ট্র্যাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোড ক্রসিং থেকে ঘোরানো হবে। আশপাশের রাস্তার ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যেমন, টালিগঞ্জ সার্কুলার রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
উল্লেখ্য, স্বাস্থ্যের খেয়াল রেখে গত দু’বছর ধরে দুর্গাপুর সেতু দিয়ে পণ্যবাহী যান এবং বাস চলাচল নিষিদ্ধ। এখন ওই সেতু দিয়ে শুধু প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, বাইক ইত্যাদি চলাচল করে।